

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের ২ জন বাংলাদেশি
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০১৭ , ১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাস

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।
শনিবার রাতে রাজধানী রিয়াদের সিফা সানাইয়া এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
নিহত বাংলাদেশিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জের কুলিয়াচর থানার নজিরদিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ (৩২)। নিহতদের ভাই তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সরোয়ার আলম জানান, থানায় ও হাসপাতালে দূতাবাস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। দ্রুত মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।
Comments
