

জিম্বাবুয়ের বেস্ট টিম নিয়ে আসায় ভালো হয়েছে: মাশরাফি
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০১৮ , ২:৪০ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা,প্রচ্ছদ

বাংলাদেশের বিপক্ষে খেলতে জিম্বাবুয়ে তাদের বেস্ট টিম নিয়ে আসায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শনিবার (২০ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের খুব একটা দেরি নেই। আর তাই নিজেদের ঝালিয়ে নিতে এখন প্রতিটি সিরিজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই সিরিজে জিম্বাবুয়ে তাদের বেস্ট টিমটা নিয়ে আসায় আমাদের জন্য ভালো হয়েছে। এতে করে লড়াইটা ভালো হবে।’
তিনি বলেন, ‘আমরা সবসময়ই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামি। ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেবার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হবে না।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২১ অক্টোবর (রবিবার) মিরপুরে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচ দুইটি যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর। প্রতিটি ওয়ানডে ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
২৯-৩১ অক্টোবর চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ নভেম্বর। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর।
Comments
