

গাজীপুরের একটি পোশাক কারখানায় এয়ার কুলারের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দ্বগ্ধ দুই টেকনেশিয়ান নিহত .ভিডিও
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০১৯ , ১০:৩৯ অপরাহ্ণ | বিভাগ: ঢাকা বিভাগ,বিভাগীয় সংবাদ,ভিডিও ফুটেজ

স্টাফ রিপোর্টার রমজান আলী রুবেল
গাজীপুরের একটি পোশাক কারখানায় রোববার রাতে এয়ার কুলারের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের পর দ্বগ্ধ হয়ে দুই এয়ার কুলার টেকনেশিয়ান নিহত হয়েছে। এ ঘটনায় ওই কারখানার ৩ জন অপারেটর আহত হয়েছে। নিহতদের একজন চট্রগ্রামের মিরশরাইয়ের ফরহাদ হোসেন এবং অপরজন সাতক্ষিরা জেলার কলারোয়ার সিরাজুল ইসলাম।স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় স্মাগ গ্রুপের প্রতিষ্ঠান, ইভা সোয়েটার কারখানায় একটি এয়ার কুলার মেরামতের সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ ঘটনায় টেকনিশিয়ান ফরহাদ ও তার সহকারি সিরাজুল মারা যান। আর কারখানার অপারেটর শাহ আলম, নুরুল আমিন ও আব্দুল কাদির দ্বগ্ধ হয়ে আহত হন।
Comments
