

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০১৯ , ১০:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,ধর্ম

মোঃ সিরাজুল ইসলাম ,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য মহান আল্লাহ্ তায়ালার সান্নিধ্য এবং মাগফেরাতের উদ্দেশ্যে দেশ ও জাতীর কল্যানের কামনায় ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে শরীয়তপর জেলা শাখা। ২১ রমজান ২৭ শে মে সোমবার শরীয়তপুরের প্রাণকেন্দ্র দুবাই প্লাজা চিকন্দী ফুট পার্কে জেলা সভাপতি এম এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে বিএম ইশ্রাফিল এর পরিচালনায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট। সভায় প্রবীন সাংবাদিক কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলার সহ-সভাপতি ও ভেদেরগঞ্জ উপজেলার সভাপতি আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি, এম গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম স্বপন সরকার, সাংবাদিক এস এম মজিবুর রহমান, সাংবাদিক মাহবুব রহমান সহ প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সব শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ক্বারী মোঃ আনিছুর রহমান।
Comments
