

আলমডাঙ্গা য় ওয়ারেন্ট ভুক্ত ২আসামি আটক।
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০১৯ , ১১:২৮ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,খুলনা বিভাগ

আলমডাঙ্গা থেকে ইউনুছ আলি মন্ডল ঃগতকাল বৃহস্পতিবারে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সি আর মামলার রুস্তম আলী ও জাহিদ নামের ২ জন কে গ্রফতার করেছে। জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার এরসাদ পুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি রুস্তম আলী(৩০) অপর একটি নি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি স্টেশন পাড়ার আবুল কালাম এর ছেলে জাহিদ (৩৫) কে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে চুয়াডাঙ্গা আদালতে প্রেরন করেছেে।
Comments
