

গাজীপুরের ঐতিহাসিক শ্রীপুরের ওদ্দার দীঘি ঈদগাহ মাঠে ঈদুলফিতরের নামাজ সম্পন্য
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৯ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,ঢাকা বিভাগ,ধর্ম,প্রচ্ছদ

মোঃ সোহেল মিয়া, গাজীপুর শ্রীপুর থেকেঃ
গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ এমপি সমাজের সর্বস্তরের মানুষের সাথে শ্রীপুর ওয়াদ্ধাদীঘি ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।
এসময় সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা আজ সকাল ১০টায় এখানে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করেন।
শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান জামাতে ইমামতি করেন।
নামাজে দেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে ইকবাল হোসেন সবুজ এমপি মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
Comments
