

ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার আম উৎসব উদযাপন
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৯ , ৪:৩০ অপরাহ্ণ | বিভাগ: প্রচ্ছদ,বরিশাল বিভাগ,বিনোদন,স্বাস্থ্য

ইমাম বিমান ঃ
ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (১৫ জুন ২০১৯) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘একটি শিশু দুটি আম’ শীর্ষক আম উৎসব করা হয়। উৎসবে অসহায় পরিবারের শতাধিক শিশুকে ২টি করে আম দেয়া হয়।
জেলা প্রশাসক মো. হামিদুল হক আম উৎসবে প্রধান অতিথি ছিলেন। তিনি শিশুদের হাতে আম তুলে দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
বন্ধুসভার সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সূর্যালোক নিউজ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু,প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ও ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় বক্তৃতা করেন।
এ প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান খোকনসহ বন্ধুসভার কর্মকর্তা-সদস্যবৃন্দ ও বিশিষ্টব্যক্তিরা আম উৎসবে উপস্থিত ছিলেন।
Comments
