

নতুন বাজেটকে স্বাগত জানিয়ে কৃষক লীগের আনন্দ র্যালী
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৯ , ৬:৫৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প,জাতীয়,রাজনীতি

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ
আগামী ২০১৯-২০২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালী করেছে বাংলাদেশ কৃষক লীগ।
১৩ জুন ২০১৯ রোজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপনের পরপরই আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীতে নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা। এতে কেন্দ্রীয় কৃষক লীগের পাশাপাশি ঢাকা মহানগর-উত্তর ও দক্ষিণের কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা বলেন, এ বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। কৃষিবান্ধব, শিক্ষা ও প্রযুক্তি বাজেট। বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য একের এক উন্নয়নমুখী বাজেট দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তারই ধারাবাহিকতায় এবার সবচেয়ে বড় বাজেট দিয়েছেন তিনি। জনবান্ধব, কৃষিবান্ধব, শিক্ষা ও প্রযুক্তি বাজেটকে আমরা স্বাগত জানাই।
Comments
