

গাইবান্ধায় অসহায় এক সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০১৯ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: জীবন ধারা,তথ্য প্রযুক্তি,রংপুর বিভাগ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি :
ঢাকার ওয়ারী থানায় প্রথমে চুরির অপবাদে আটকে রেখে নির্যাতন করে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না পেয়ে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পরিবারের। গত ১৩ মে ২০১৯ ইং তারিখে ঢাকা মেট্রোপলিটন ওয়ারী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ও এসআই রনজিৎ কর্তৃৃক রিয়াদকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে গাইবান্ধার ভি-এইড রোডস্থ সৈয়দ কমিউনিটি সেন্টারে আজ ৩০ জুন দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিয়াদের ৩ জন শিশু বাচ্চা ও স্ত্রী এবং বড় ভাই জাভেদ হোসেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রির হস্তক্ষেপ কামনা করেন।
Comments
