

এরশাদ মানুষের প্রকৃত বন্ধু ছিলেন : রুহুল আমিন
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০১৯ , ৪:২৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রচ্ছদ

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ প্রকৃতই মানুষের বন্ধু ছিলেন, প্রকৃত মানুষ ছিলেন, দরদী মানুষ ছিলেন। মানুষের জন্য নিজেকে নিবেদিত করেছিলেন।
আজ রবিবার এরশাদের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তার অনুপস্থিতে বাংলাদেশের রাজনীতির যে শূন্যতা সৃষ্টি হবে তা অপূরণীয়। আমি পার্টির নেতাকর্মীদেরকে বলবো আপনারা ধর্য্য ধরে থাকুন। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ এবং তার পতাকা নিয়ে এদেশের মানুষের কাছে চিরদিন থাকবো।
প্রসঙ্গত, গত ৪ জুলাই দুপুরে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তখন থেকেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আজ রবিবার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
Comments
