

আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ বর্নাঢ্য র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০১৯ , ৯:৩১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প,খুলনা বিভাগ,প্রচ্ছদ

আলমডাংগা থেকে ইউনুছ আলী মন্ডলঃ
মাছ চাষে গড়বে দেশ বঙ্গবন্ধুর বাং লাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল বৃহস্প্রতিবার সকালে সাড়ে দশটার দিকে আলমডাংগা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত এক বর্নাঢ্য রালি শেষে উপজেলা চত্তরে এক আলোচনা সভা সমাজ সেবা অফিসার্স আফাজ উদ্দীনের উপস্থাপনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার্স লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অফিসার্স ফাতেমা কামরুন্নাহার আখি। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন,।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড ছালমুন আরেফিন ডন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু কৃষি অফিসার্স মোহাম্মদ আলী জিন্নাহ , উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার,মুক্তি যোদ্ধা নুরমোহাম্মদ জকু, কালিদাস পুর ইউ পি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ও ফারুক কমিশনার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন মাছ ভাতে বাঙ্গালি তাই আমদেরকে বশি বেশি মাছ উৎপাদন করতে হবে।মানব দেহের আমিষ জাতিয় খাদ্য ঘারতি পুরন করে।তাই মাছ উৎপাদন করার আহবান জানান।
Comments
