

রূপগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০১৯ , ১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,প্রচ্ছদ,বিভাগীয় সংবাদ,শোক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিক্সা চালক আমির হোসেন বাবু হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বুধবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চনপাড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা।
এতে বক্তব্য রাখেন, ইজিবাইক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মো: শাহজাহান, ময়না বেগমসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, অটোরিক্সা চালক আমির হোসেন বাবুর হত্যাকারী খুনি মাজহারুল পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আসামী হাবিবুর ও তরিকুলকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারে নি।
অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডের নির্বাচনী তফসিল ঘোষনা
Comments
