

গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন-হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০১৯ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,প্রচ্ছদ,রংপুর বিভাগ

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২৮জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়।
গাইবান্ধা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, চার্জশিটে ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিনজন সাঁওতাল নিহত হন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সাঁওতালদের কয়েকশ ঘর-বাড়ি।
বিয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
Comments
