

কোরবানি গরুর গোস্তে আল্লাহু লেখা সাংবাদিক নুরুল বশর নিজেই সনাক্ত।
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ২ | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০১৯ , ৪:৪৮ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,চটগ্রাম বিভাগ,চিত্র বিচিত্র,ধর্ম,প্রচ্ছদ

কুরবানির জবাইকৃত গরু গোশত রান্না করে তা স্বাদ হয়েছে কিনা দেখতে ? চামচে নিয়ে দেখছিলেন উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়ন ভাদিতলি গ্রামের চট্টগ্রামে চাকরিরতো মুফিজুর রহমানের স্ত্রী তারেকা । প্রথম চামচে উঠে একটি গোশতের টুকরা। তাতে লবণ ঠিকমতো পড়েছে কিনা? দেখতেই চোখে পড়ে ভিন্ন দৃশ্য। প্রথম দর্শনে তাজ্জব বনে যান। পাশের পালংখালীর বাদীতলীর সাংবাদিক নুরুল বশর দেখান। পরে স্পষ্ট হন রান্না করা গোশতের টুকরাজুড়ে ‘আল্লাহ’ লিখা।
প্রতিক্রিয়া জানতে চাইলে মুফিজুর রহমান বলেন, আমি আমার মামা স্হানীয় বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম সাথে এক বরাদ্দ কোরবানি গরুর ভাগ কিনেছি কেনার সময় থেকে দেখেছি ঘরোয়া গরুটি খুব নম্রভদ্র ও মিশুক স্বভাবের ছিল।
মুফিজ বলেন, একটি পশু হিসাবে স্বভাবজাত আচরণ তেমন দেখিনি। রান্না করা গোশতের টুকরায় ‘আল্লাহ’ লেখাতেই প্রকাশ পেল গরুটির আসল মহিমা।
এটিও একটি মহান আল্লাহ তায়ালার ক্ষমতার নিদর্শন বলে মনে করেন তিনি।
Comments
