অপরাধ, আইন ও বিচার, খুলনা বিভাগ, নারী ও শিশু, প্রচ্ছদ
জমিজমা নিয়ে ভাসুরের ছেলের ধারাল অস্ত্রর কোপে বিধুবা চাচি রক্তাক্ত ভাবে যখম। থানায় মামলা


জমিজমা নিয়ে ভাসুরের ছেলের ধারাল অস্ত্রর কোপে বিধুবা চাচি রক্তাক্ত ভাবে যখম। থানায় মামলা
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৪, ২০১৯ , ১০:৪১ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,খুলনা বিভাগ,নারী ও শিশু,প্রচ্ছদ

আলমডাঙ্গা প্রতিনিধি
গত পরসু আলমডাঙ্গা বেলগাছি সর্দার পাড়ায় জমিজমা নিয়ে ভাসুরের ছেলৈ বাবলু ওতার স্ত্রী ধারাল অস্ত্রর কোপে বিধুবা চাচি ফুলি খাতুন গুরুতর ভাবে যখম হয়েছে। থানায় মামলা হয়েছে। জানাগেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা উপজেলার বেলগাছী সরদার পাড়ার আনোয়ার সরদারের ছেলে মালায়সিয়া প্রবাসি বাবলু সরদার সবে মাত্র দেশের নিজ গ্রামের বাড়িতে ফিরে বিধুবা চাচি তিন সন্তানের জননি ফুলি খাতুন (৪৫) কে সাথে জমি জমা ভাগাভাগি নিয়ে ঝগড়া বাধে। ঐ ঝগড়ায় ক্ষিপ্ত হয়ে উপর উল্লেখিত ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর ভাবে যখম করেছে। বর্তমানে যখম ফুলি খাতুন হারদি হাসপাতালে মমুর্স অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এ ব্যপারে ফুলির ছেলে বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
Comments
