

পাঁচবিবির কয়া সীমান্তে ৪ বাংলাদেশী কিশোর আটক
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০১৯ , ৯:০৮ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,প্রচ্ছদ,রংপুর বিভাগ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে ৪ জন বাংলাদেশী কিশোর অবৈধ ভাবে ভারত থেকে ফেরার সময় আটক করেছে বিবিজি। কয়া ক্যাম্প জানান, আটককৃত কিশোররা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে যায়।
গতকাল শনিবার ভ্যান যোগে কয়া বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত বিজিবি দেখে সন্দেহ হলে বাড়ির ঠিকানা জানতে চাইলে তারা বলেন কাজের সন্ধানে ভারত গিয়েছিল কাজ শেষে বাড়ি ফিরছি। এসময় অবৈধভাবে দেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় সোদর্প করা হয়।
আটক কিশোররা হলেন সুনামগঞ্জ সদরের বনগাঁও এলাকার ইরন মিয়ার ছেলে মোশারফ হোসেন (১৮), একই জেলার ছড়ার পাড় গ্রামের কবির হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (১৫) ও কদমতলী গ্রামের খোরশেদ আলমের ছেলে ফুলমিয়া (১২) এবং নেত্রকোণা জেলার বারহাট্টা গ্রামের আঃ কাদেরের ছেলে কামরুল ইসলাম (১০)।
Comments
