

আটোয়ারীতে ৪ দিন ব্যপী বৃক্ষ মেলা উদ্বোধন
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০১৯ , ৬:৩৬ অপরাহ্ণ | বিভাগ: কৃষি,প্রচ্ছদ,রংপুর বিভাগ

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় আটোয়ারী তে ৪ দিন ব্যেপী বৃক্ষ মেলা উদ্বোধন
আজ পঞ্চগড় আটোয়ারীতে এক বৃক্ষ মেলা উদ্বোধন আনুষ্ঠিত হয়েছে ২৬ আগস্ট, সোমবার দুপুরে “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ ৪ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা ২০১৯। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আটোয়ারী উপজেলা প্রশাষন ও উপজেলাবাসী দের উদ্দেগে আটোয়ারী উপজেলা পরিষদের চত্বরে মেলা শুরু হয়। ওক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান,মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় -১। বিশেষ অতিথি জনাব মোঃ তৌহিদুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ আটোয়ারী। ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। স্বাগত বক্তব্য দেন আটোয়ারী উপজেলা কৃষি অফিসার মোঃ অাব্দুল্লাহ অাল মামুন। উদ্বোধনের আগে মেলা থেকে একটি রেলী বের হয় ৷ রেলি টি আটোয়ারী উপজেলা প্রধান সড়ক পদক্ষিন করে গোটা উপজেলার বাজার ঘুরে এসে শেষ হয়। উক্ত রেলী তে স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে একটা করে পেয়ারা গাছ দেওয়া হয়। রেলী সেষে বেলুন উড়িয়ে মেলা উদ্বোদন করেন জনাব আলহাজ্ব মো: মোজাহারুল হক প্রধান ৷ তারপর মেলায় সভাপতিত্ব করেন জনাব সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার (অঃদঃ)অাটোয়ারী পঞ্চগড় । সবুজের সমারোহ করতে, পরিবেশ ভারসাম্য রক্ষা, অক্সিজেনের ঘাটতি পুরন, ফলে ফুলে ভরে যাক গোটা উপজেলার ইউনিয়নের। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার সামসুল আলম বাবুল। তারা আরো বলেন বৃক্ষ মেলা থেকে গাছ ক্রই করে গাছ লাগানোর জন্য সকলকে আহ্ববান করেন
Comments
