

গাইবান্ধা জেনারেল হাসপাতালের দূর্ভিশহ অবস্থার পরিবর্তনে মানববন্ধন
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০১৯ , ২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: প্রচ্ছদ

গাইবান্ধা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা,পরিবেশ পরিষ্কার, পরিচ্ছন্নতার দাবিতে সচেতন জনতা রাজপথে প্রতিবাদে মাঠে নেমেছে।
২৬ আগষ্ট সোমবার সকাল সাড়ে দশটায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে গাইবান্ধা জেলা শহরের ১ নং রেলগেট ডিবি রোড এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন চলাকালে সাংস্কৃতিক জোটের ও মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন।
বক্তব্যকালে বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের দূর্ভিষহ অবস্থা হতে জেলাবাসীকে পরিত্রান দিতে যথাযথ স্ব্যাস্থ সেবা নিশ্চিত ও পরিষ্কার পরিছন্ন পরিবেশ নিশ্চিতের দাবী জানায়।
Comments
