

ফেসবুকে প্রেম জার্মান থেকে সুন্দরগঞ্জে প্রেমিকার বাড়িতে ৩ দিন থেকে অনশন
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০১৯ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: রংপুর বিভাগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে বিদেশি এক মেয়ে ৩ দিন থেকে অনশন করছেন।
২৩ আগষ্ট শুক্রবার বিয়ের দাবীতে জার্মান কন্যা বাংলাদেশের গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমিকার বাড়ীতে অবস্থান।
জানা গেছে, উক্ত গ্রামের জহির উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৮) দুবাই প্রবাসী”র বাড়িতে জার্মান প্রবাসী যুবতী ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সৃষ্টি হয়।
এরই পরিপ্রেক্ষিতে জার্মান প্রবাসী যুবতী বিলকিস আক্তার বিয়ের দাবিতে অনশন করছে।
এ নিয়ে এলাকায় দফায় দফায় শালিস বৈঠক চলছে।
বিলকিস আক্তারের শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে গাইবান্ধা জেলা শাখার আন্তজার্তিক মানবাধিকার আইন সহায়তা (আসক) ফাউন্ডেশনের সভাপতি আল-শাহদৎ জামান জিকো জানান, খুব তারাতারি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ কিছু জানে না,অভিযোগ করলে আইনি ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানায়।
Comments
