

পলাশবাড়ীতে অনাবৃষ্টিতে আমন ধানের জমিতে ফাটল
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০১৯ , ৮:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রংপুর বিভাগ

বন্যা হয়ে গেল কিছুদিন আগে। অকল্পনীয় ক্ষতি থেকে এখোনও সামলিয়ে উঠতে পারিনি কেউ।এখন কৃষকের স্বপ্ন বোনার সময়।
চলছে আমন ধান রোপেন মৌসুম।সবুজে ভরে উঠবে মাঠ।ভরবে কৃষকের মন।কিন্তু সেই স্বপ্ন যেন চিরচেনা রুপ নিতে পারছেনা।অনাবৃষ্টির কারনে ফসলের মাঠে দেখা দিয়েছে ফাটল।নেই দেখা বৃষ্টির, নেই কৃষকের মুখে হাসি।
সরজমিনে ঘুরে দেখা যায়, আমন মৌসুমে বৃষ্টি না থাকার কারনে প্রায় জমিতে ফাটল দেখা যাচ্ছে।কেউকেউ অবশ্য,শ্যালো মেশিন দিয়ে পানি সেচের ব্যাবস্থ করছে। কিন্তু তা আর কতজন। গরমে অতিষ্ট মানুষ,এমন কি পশু পাখি যেন থাকতে পারছেনা।মাঝে মাঝে আকাশে কালো মেঘ দেখা দিলেও মিলছেনা বৃষ্টির দেখা।যদিও বা বৃষ্টি হয় তা অতি সামান্য,যা কৃষকের স্বপ্ন পূরণে যথেষ্ট নয়।তাইত সবাই চেয়ে আছে আকাশ পানে কবে নামবে বৃষ্টি,পূরণ হবে স্বপ্ন।
Comments
