

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০১৯ , ৫:৩৭ অপরাহ্ণ | বিভাগ: রংপুর বিভাগ
গাইবান্ধার সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় জাকির হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদরের দশআনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে জাকির হোসেন ও তার সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার সময় দশআনি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে জাকিরের স্কুলের আইডি কার্ড ভেঙে অস্পষ্ট হয়ে যাওয়ায় তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
Comments
