

গোবিন্দগঞ্জে বৈষম্যমূলকভাবে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০১৯ , ১০:৫৭ অপরাহ্ণ | বিভাগ: রংপুর বিভাগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারলেন সড়ক প্রসস্তকরণ কাজে রাস্তার পূর্বপাশে দুই ফুট এবং পশ্চিম পাশে ১শ ফুট হিসেবে বৈষম্যমূলকভাবে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে পৌরসভার পশ্চিম প্রান্ত ভূমি ও দোকান মালিক সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালণ করা হয়।
বেলা ১১টায় জাহানারা মার্কেটের সামনে থেকে ভুমি মালিক ও ব্যবসায়ীদের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জাহানারা মার্কেটের সামনে এসে ৩০ মিনিট ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এসময় ভূমি মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ হাটিকুমরুল-রংপুর চারলেন মহাসড়ক প্রশস্তকরণ কাজে সড়কের পূর্বপাশে ২ফুট এবং পশ্চিম পাশে ১০০ ফুট হিসেবে ভূমি অধিগ্রহণের সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে ভূমি অধিগ্রহণে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে মহাসড়কের দুইধারে সমানভাবে ভূমি অধিগ্রহণের দাবী জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে বলে তাঁরা বলেন।
Comments
