

রতন হাসানের পরিচালনায় আসছে,একক নাটক সিনবাদ
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০১৯ , ৭:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

বিনোদন প্রতিনিধি। আবির চৌধুরী
বতর্মান সময়ের অভিনয় জগতে সমান ভাবে অভিনয়ের
দ্যুতি ছড়ানো অভিনেতা ও অভিনেত্রী ইরফান সাজ্জাদ ও,
সালহা খানম নাদিয়া, এক সাথে জুটি বেধে কাজ করলেন””শুকতারা প্রোডাকশন হাউজের অধীনে নির্মত দয়াল সাহার রচনায় নাটক সিনবাদ “”এ।সেখানে দেখা যায় গল্পের হিরো সিনবাদ এক জন ভাড়ায় চালানো মটর বাইক ড্রাইভার।
আর হিরোইন, রিমি এক জন প্রাইমারী স্কুলের টিচার।রিমি প্রতিদিন সিনবাদের মটর বাইক ভাড়া করে স্কুলে যাওয়া আসা করে।এভাবেই একদিন সিনবাদ রিমিকে ভালোলেগে যায়। কিন্ত বিধি বাম সিনবাদের ভালোবাসা হয় না। সামাজের কিছু অসৎ লোক তাকে বিপদে ফেলতে চাইলে সিনবাদের হাতে খুন হয় তারই বন্ধু বিসু।
এর পর ঘটনার মোর নিতে থাকে অন্যদিকে, বাকি ঘটনা জানতে হলে অবশ্যই আপনাদের কে টেলিভিশনের পর্দায় দেখতে হবে।পরিচালকের সাথে কথা বলে যানা গেছে, নাটকটি খুব শিগ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
নাটকটিতে অভিনয় করেছেন, হারুন মাসুদ, আবির চৌধুরী, স্বপ্ন সুত্রধর,মিল্টন খন্দকার,আরো অনেকে।
Comments
