

গোবিন্দগঞ্জে হোসিয়ারী শিল্পের উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক আব্দুল মতিন
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০১৯ , ১০:৫১ অপরাহ্ণ | বিভাগ: রংপুর বিভাগ

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও নয়ারহাট হোসিয়ারী শিল্প মালিক সমিতি’র আয়োজনে হোসিয়ারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।
গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাটে হোসিয়ারী শিল্প মালিক সমিতি’র সভাপতি মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্ম্মণ। হোসিয়ারী শিল্পের বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক আব্দুল মতিনকে অবহিত করেন নয়ারহাট হোসিয়ারী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোফাখ্খর হোসেন ইকবাল
Comments
