

অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০১৯ , ৪:০৬ অপরাহ্ণ | বিভাগ: রংপুর বিভাগ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, গ্রাহক হয়রানী, বিদুৎ বিল সংশোধন, নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির আয়োজনে ডিবি রোর্ডে আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে সমিতির সদস্যবৃন্দসহ সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা অংশ নেয়।
এ সময় বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম নিয়ে বক্তরা বলেন, প্রতিটা গ্রাহক আজ বিদ্যুৎ বিভাগের কাছে জিম্বি, মিটার সঠিক ভাবে পরিদর্শন না করে বিদ্যুৎ বিল তৈরি করে সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। গ্রাহক সেবা আজ শুন্যের কোটায়। এ সমস্ত দুর্নীতি কবে বন্ধ হবে।
এছাড়াও বক্তরা, দাবি জানিয়ে বলেন, কোন কারণ ছাড়াই বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাক্ষান করতে হবে। সেচপাম্পের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন করতে হবে। সেই সাথে সেচপাম্পের শতভাগ মিটারিং আওতায় আনা, ব্যবসায়ীক ও বসতবাড়ীর অতিরিক্ত বিল সংশোধনসহ কয়েক দাবি জানান বক্তরা।
Comments
