

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পোস্ট করেছেন: রংপুর বিভাগীয় ব্যুরো চিফ , | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০১৯ , ৩:৪৩ অপরাহ্ণ | বিভাগ: রংপুর বিভাগ
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের ইনচার্জ মহিদুল ইসলাম।
এর আগে গভীর রাতে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন রেল লাইনে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়।
ইনচার্জ আরও জানান, লাশটি খন্ড খন্ড হওয়ায় এখন পর্যন্ত তাকে সনাক্ত করেতে পারেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তার পরিচয় নিশ্চিত করার জন্য। এছাড়াও এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Comments
