

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গাজীপুর জেলা ই সেরা
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১, ২০২০ , ১২:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,তথ্য প্রযুক্তি,প্রচ্ছদ,বিভাগীয় সংবাদ,শিক্ষাঙ্গন

মোঃ আব্দুল হামিদ খান ঃ
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:মোফাজ্জল হোসেন পিইসি পরীক্ষার গাজীপুর জেলার ফলাফল জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের কাছে হস্তান্তর করছেন
।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:মোফাজ্জল হোসেন পিইসি পরীক্ষার গাজীপুর জেলার ফলাফল জেলা প্রশাসক এস,এম তরিকুল ইসলামের কাছে হস্তান্তর করছেন।
মঙ্গলবার ২০১৯সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এদুটি পরীক্ষার গাজীপুর জেলার ফলাফল আনুষ্ঠানিকভাবে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন।
আজ প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার দেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে গাজীপুর জেলা। প্রাথমিক শিক্ষা সমাপনী গাজীপুর জেলায় পাসের হার এবার দেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশী। গাজীপুর জেলায় পাসের হার ৯৯ দশমিক ১৪ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন জানান, গাজীপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭৭৫টি এবং কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৯৯৯টি।
চলতি বছর গাজীপুর জেলায় ৬১ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ১৩৯ জন।
অপরদিকে জেলা ইবতেদায়ি পরীক্ষায় ৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ৪ হাজার ৭৫৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭৯ জন।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ, কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ, কালিয়াকৈর উপজেলায় ৯৯ দশমিক ৬৬ শতাংশ, শ্রীপুর উপজেলায় ৯৯ দশমিক ৫১ শতাংশ, সদর উপজেলায় ৯৯ দশমিক ৩২ শতাংশ এবং টঙ্গীতে পাসের হার ৯৬ দশমিক ৬১ শতাংশ।
দেশের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হারের দিক থেকে সেরা জেলা হওয়ার বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন বলেন, শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে পাঠদান করেছেন, শিক্ষা কর্মকর্তাগণ মনিটরিংসহ যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। অভিভাবকগণ আন্তরিকভাবে ছেলে মেয়েদের খোঁজ খবর নিয়েছেন। আমরা ন্যাশনাল একাডেমী ফর প্রাইমারী এডুকেশন এর কাঠামো অনুসরন করে পাঠদানকরা হয়েছে, দুটি মডেল টেস্ট নেয়া হয়েছে। ইত্যাদি কারণে এ সফলতা পাওয়া গেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এর আগে আজ সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। সারাদেশে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ।
বিদ্যালয়ের ধরন অনুযায়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকা প্রাথমিক স্তরের শিশুরা সবচেয়ে ভালো করেছে। এ ধরণের বিদ্যালয়গুলোতে পাসের হার ৯৯ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গড় পাসের হার ৯৬ দশমিক ০১ শতাংশ।
Comments
