

“ডিএক্স অ্যাওয়ার্ড ২০১৯” প্রদান করবে সাউথ এশিয়া রেডিও ক্লাব
পোস্ট করেছেন: বার্তা বিভাগ | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২০ , ৩:১২ অপরাহ্ণ | বিভাগ: চিত্র বিচিত্র,প্রচ্ছদ

এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে একাধিক পর্বে পদক প্রদান করা হবে। ২০১৯ সালের “সেরা বেতার ঘোষক” ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বাংলাদেশ বেতারের ঘোষিকা কাজী কামরুন নাহার হেলেন এবং “সেরা শ্রোতাক্লাব সংগঠক” ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব, ফরিদপুর এর সভাপতি এম এম গোলাম সারোয়ার।
মঙ্গলবার বিকাল ৩টায় বাড়ী-৭, রোড-৪, সেকশন-৬, মিরপুর, ঢাকা চেরী ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চেরী ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. সালেহা কাদের ও রেডিও এনাউন্সারস ক্লাব (র্যাংক) এর সভাপতি মাহবুব সোবহানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবাল।
Comments
