

গণধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১।
পোস্ট করেছেন: ক্রাইম রিপোর্টার, মোঃ রমজান আলী রুবেল | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২০ , ৬:২১ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,আজকের পত্রিকা,ঢাকা বিভাগ,তৃতীয় পাতা,নারী ও শিশু,প্রচ্ছদ

ক্রাইম রিপোর্টার রমজান আলী রুবেলঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় গত বুধবার(১৫ জানুয়ারী) জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে এনার্জি ড্রিংকসে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর রাজবাড়ী ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৫জানুয়ারী) সকালে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো,শরীফ হোসেন(১৮) কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈয়পুরা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে, ইমরান হাসান সুজন (১৯) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে ,শরীফ উদ্দিন মোল্লা (২০) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামের সাবাজ উদ্দিন মোল্লার ছেলে, ধর্ষণের মূল পরিকল্পনাকারী আহসান ওরফে হাসান (১৬) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গোলাভিটা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
প্রথমে শরীফ হোসেনকে গাজীপুরের রাজবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ইমরান হাসান সুজন, শরিফ উদ্দিন মোল্লা ও আহসান ওরফে হাসানকে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব। তারা পরিবারসহ নয়নপুর এলাকায় ভাড়া থাকতো।
আসামীদের জিজ্ঞাসাবাদ করে কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান,বুধবার (১৫ই জানুয়ারী) বিকেলে চার বন্ধু জন্মদিনের কথা বলে নয়নপুর এলাকার একটি বাসায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় ও জন্মদিনের কেক কেটে সবাই মিলে আনন্দ উল্লাস করে। জন্মদিন অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে ওই কিশোরীকে এনার্জি ড্রিংকসে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করে। পরে পাশের একটি ঝোঁপের ভেতর নিয়ে কিশোরীর হাত, পা ও মুখ বেঁধে পালাক্রমে গণধর্ষণ করে এবং মামলার ২নং আসামী ইমরান হাসান সূজন তার মোবাইল ফোনে ওই ধর্ষণের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে আপলোড করে বলে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে।
উক্ত বিষয়ে কিশোরীর পরিবার অন্যদের কাছে প্রকাশ করতে গেলে গণধর্ষণকারীরা তাদের ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেয়। ঘটনাটি উল্লেখ করে গত (বৃহস্পতিবার)১৬ জানুয়ারী কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধৃত আসামীদেরকে থানায় হস্তান্তর ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments
