

ক্যাসিনো, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: আলেয়া সারোয়ার ডেইজি
পোস্ট করেছেন: Ibrahim Hossain | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২০ , ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ মোহাম্মদপুর টাউন হল গভঃ মার্কেট বাজার দোকান মালিক সমিতির আলোচনা সভায় ঢাকা মহানগর-উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, ঢাকা-উত্তর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, মোহাম্মদপুরের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি বলেছেন আমি ৩১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হলে ক্যাসিনো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাড়ী দখলবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।
তিনি আরো বলেন, সব নাগরিক সমস্যা ও ভোগান্তির অবসান ঘটিয়ে ৩১নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই একবিংশ শতাব্দীর সেরা বসবাসযোগ্য ওয়ার্ড। টাউন হলে আধুনিক পার্ক নির্মান, আধুনিক যাত্রী ছাউনি নির্মান, মেথর প্যাসেজ পরিস্কারণ, ওয়ার্ডগুলোতে সি.সি ক্যামেরা প্রতিস্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক অসচ্ছল নারীদের কর্মসংস্থানের প্রকল্প গ্রহণ, আসাদগেট থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পরিচ্ছন্ন মডেল রোড হিসেবে সৌন্দর্য বর্ধন করে এলাকাবাসীর জন্য উপহার দেয়া, পরিস্কার ও পরিচ্ছন্ন আদর্শ ওয়ার্ড গড়ে তোলা, শিশু ও নারীবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলা, বয়স্ক, শিশু ও মেয়েদের বিনোদনের জন্য কার্যক্রম গ্রহন, ছিন্নমূল ও নিম্নবৃত্তদের জন্য বিশেষ সেবা চালু করণ, প্রতিবন্ধীদের জন্য প্রকল্প গ্রহণ, প্রতিটি রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় এবং বিশেষজ্ঞদের পরামর্শ সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সকলকে নিয়ে জঙ্গী, সন্ত্রাস, মাদকমুক্ত এলাকা গঠন এবং বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে WiFi (ওয়াইফাই) এর ব্যবস্থা করা। মশার উত্পাত এলাকার নাগরিকদের অন্যতম স্বাস্থ্য সমস্যার একটি এবং এটি সংক্রামক ব্যধিরও কারণ। তাই মশক নিধন কর্মসূচী হিসেবে এলাকার ভেতরের সব ড্রেন, নালা ও মশা উত্পাদিত হয় এমন জায়গাগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং হকারদের জন্য সুন্দরভাবে ব্যবসা করার ব্যবস্থা করবো্।
Comments
