ক্রাইম রিপোর্টার রমজান আলী রুবেল
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২০) সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেনের সন্তান অ্যাডভোকেট মাহমুদুল হাসান সুমন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগের সত্যতা নিশ্চিত করে মামলা দায়ের হয়।
ঘটনার পর স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। আহতরা হলেন উপজেলার ফরিদপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের কামরুজ্জামান ও দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেনের সন্তান তানিয়া আক্তার ও কামরুজ্জামানের সন্তান আনিছুজ্জামান।
মামলায় আসামিরা হলেন উপজেলার একই গ্রামের আইয়ুব আলীর সন্তান লিটন ( ৪৫) , স্বপন মিয়া (৪০), লিটন মিয়ার সন্তান শাওন (২৫), স্বপন মিয়ার সন্তান আলফি মিয়া (২০),ইউনুস আলীর সন্তান সবুজ মিয়া (৩৫) ও রনি মিয়া (৩০) এবং লিটন মিয়ার স্ত্রী শিউলি আক্তার (৪০)।
মামলা সূত্রে জানা যায়, কামরুজ্জামান গয়রহ এর সাথে এর সাথে লিটন গয়রহদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ-নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ হলেও কোনও সমাধান হয়নি।
ভুক্তভোগী মাহমুদুল হাসান সুমন জানিয়েছেন, শনিবার (৭মার্চ) সকাল সাড়ে নয়টায় আমাদের ভোগ দখলীয় সম্পাতিতে লিটনের নেতৃত্বে হালচাষ করতে থাকে। ওই সময় তাদের বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা চালায়। এতে কামরুজ্জামান গুরুতর আহত হয়। কামরুজ্জামানসহ ভুক্তভোগী মোট চারজন আহত হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার এসআই মুঞ্জুরুল ইসলা জানিয়েছেন, তাদের নামে মামলা এফআইআর হয়েছে। তাদের গ্রেপ্তার করতে একবার অভিযান চালিয়েছি কিন্তু কাউকে পাওয়া যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।