

ড্রেনের কাজ করতে গিয়ে গ্যাস লাইনে আগুন
পোস্ট করেছেন: ক্রাইম রিপোর্টার, মোঃ রমজান আলী রুবেল | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২০ , ৭:২৩ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আজকের পত্রিকা,ঢাকা বিভাগ,তৃতীয় পাতা,প্রচ্ছদ

রিপোর্টার রমজান আলী রুবেল
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ (এমসি বাজার) এলাকায় ড্রেন খননের তিতাসের গ্যাস লাইনে এসকেভেটর (ভেক্যু) আঘাতে গ্যাস লাইনে আগুনের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনা কাজ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন ম্যানেজার রাম প্রাসাদ পাল জানান, মহাসড়কের পাশে ড্রেন খননের জন্য এসকেভেটর (ভেক্যু) দিয়ে কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ লাইনে আঘাত লাগে। এতে আগুনের সৃষ্টি হয়। পাশে একটি কারখানায় থাকায় আগুন ছড়িয়ে পড়ার অনেকটা ঝুঁকি ছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আগুনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
Comments
