

গাজীপুরে করোনা প্রতিরোধে ছাত্রলীগের জীবাণু নাশক স্প্রে
পোস্ট করেছেন: ক্রাইম রিপোর্টার, মোঃ রমজান আলী রুবেল | প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২০ , ১২:৫১ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,জীবন ধারা,প্রচ্ছদ,প্রথম পাতা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাস প্রতিরোধ জীবাণুনাশক স্প্রে দিয়ে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণকে সচেতন করার লক্ষে ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পারভেজ।
২৮ মার্চ শনিবার সারাদিনব্যাপী শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে কীটনাশক মিশ্রিত পানি দিয়ে রাস্তাঘাট, দোকানপাট, বিল্ডিং ও বিভিন্ন জনসমাগম জায়গা ও যানবাহন স্প্রে করে জীবাণুমুক্তকরণ এবং পাশাপাশি সরকারি বিধিনিষেধ তুলে ধরে জনসাধারণকে সচেতনতা মুলক পরামর্শও দিয়েছেন।
মাহমুদুল হাসান পারভেজ বলেন, এই সংকটময় ও ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে সচেতন হতে হবে, আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। ধর্মীয় নিয়মনীতি ও সরকারি বিধিনিষেধ মেনে চললে খুবই দ্রুত আমরা এই দুরবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ।
Comments
