

করোনা সংকটে অনলাইন সেবা জোরদার করেছে জেনিথ ইসলামী লাইফ
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প,প্রচ্ছদ

করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের এই পরিস্থিতে বীমা পলিসি বিক্রি এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে অনলাইন সেবা জোরদার করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
বীমা কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে বীমা প্রিমিয়াম ক্যালকুলেটর, বীমা পরিকল্প, কর্মকর্তা ও কর্মীদের ব্যবসার তথ্য এবং পলিসি তথ্যের সুবিধা নিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এ্যাপসটি ডাউনলোড করে যেকোন বীমা গ্রাহক এবং বীমা কর্মী এ অনলাইন বীমা সেবা গ্রহণ করতে পারেন।
একইসঙ্গে একজন গ্রাহক জেনিথ ইসলামী লাইফের ওয়েবসাইটে ঢুকে সহজেই তার বীমা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। প্রিমিয়াম ক্যালকুলেটর, বীমা পরিকল্প এবং বিভিন্ন পলিসি তথ্য সংযোজন করা হয়েছে কোম্পানির ওয়েবসাইটে। এ ছাড়াও যেকোন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এবং বিকাশ ও রকেটের মাধ্যমে বীমার প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহক।
Comments
