

ডিমলায় আকশ্মিক অগ্নিকান্ড ৪টি পরিবারের ঘর পুড়ে ভস্মিভূত
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ২:১২ অপরাহ্ণ | বিভাগ: প্রচ্ছদ,প্রশাসন,বিভাগীয় সংবাদ,স্বাস্থ্য

মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের পুরাতন থানা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়িতে চারটি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষ টাকা বলে স্থানীয়রা ধারনা করছেন।
জানা গেছে, বেলা আনুমানিক সোয়া ১১ টার দিকে হরিস চন্দ্র রায়ের বাড়ীর রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। সে সময় বাড়ীতে পুরুষ লোকজন না থাকায় আগুন লাগারপর এলাকার লোকজন বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ডিমলা ফায়ার সার্ভিস ও এলাকা বাসীর নিরলস প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ওই আগুনে বাড়ীর চারটি ঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।
ডিমলা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ইনচার্জ আবু বকর সিদ্দীক জানান, ডিমলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনায় পাশে অবস্থিত শতাধিক বসবাসকারী পরিবার রক্ষা পায়। তিনি আরো জানান প্রাথমিকভাবে তদন্তে বাড়ীর চুলার উপর রাখা খড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান জানান, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের মাধ্যমে অগ্নিকান্ডের ঘনায় তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ ওই চার পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল ত্রাণ সামগ্রী হিসেবে সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা করেছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার। তিনি চাল,ডাল, আলু, তেল ও সাবান দিয়ে সহায়তা করেন।
Comments
