

দুই শত অসহায় পরিবারের পাশে এডভোকেট আর এ রোমান মন্ডল
পোস্ট করেছেন: ক্রাইম রিপোর্টার, মোঃ রমজান আলী রুবেল | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২০ , ৬:৩৪ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,জীবন ধারা,ঢাকা বিভাগ,পঞ্চম পাতা,প্রচ্ছদ

রিপোর্টার রমজান আলী রুবেলঃ গোটা বিশ্ব যেখানে করোনা ভাইরাসের আতঙ্কে স্তব্ধ পুরো পৃথিবী মৃত্যুপুরীতে রুপান্তরিত হয়েছে বাংলাদেশে যখন করোনা ভাইরাসের থাবায় স্তব্ধ হয়ে পরেছে।আর দেশ জুড়ে করোনা ভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে লক ডাউনের ফলে এবং টানা ছুটিতে সাধারণ খেটে খাওয়া মানুষ যখন বিপাকে।আর এই সতর্কতার জারির কারণে বন্ধ হয়ে গেছে কল কারখানার সচল চাকা,শিক্ষা প্রতিষ্ঠান,দোকান পাট,যানবাহন,ঘর থেকে বের না হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকল প্রকার সভা সমাবেশ মিছিল মিটিং রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সরকারের নিষেধাজ্ঞায় অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো খেয়ে না খেয়ে সরকারি বিধি বিধান অনুযায়ী ঘরে বসে আছে,ঠিক সে সময় সরকারি নিয়মমাফিক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অসহায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে গাজিপুর জেলা আওয়ামীসেচ্চাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আর এ রোমান মন্ডল এর উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।০৫/০৪/২০২০ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় হয়দেবপুর থেকে শুরু হয়ে জাহাঙ্গীরপুর ধামলই পর্যন্ত ২০০ অসহায় কর্মহীন দরিদ্র পরিবারকে চাল, ডাল,আলু, সাবান দেওয়া হয়েছে। গাজিপুর জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য এডভোকেট আর এ রোমান মন্ডল বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের নিজেদের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। তাই কতক্ষণ পরপরই সাবান পানি দিয়ে হাত ধুবেন।হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখবেন।হাত ভালভাবে না ধুয়ে চোখে,নাকে,মুখে হাত দেবেন না।
আতংকিত নয় সচেতন থাকুন ঘুরাঘুরি না করে নিজের ঘরে থাকুন,জনসমাগম এড়িয়ে চলুন।পরিবার ও সাধারণ মানুষদের সুরক্ষিত রাখুন,নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন।পরিশেষে তিনি সর্বস্তরের জনতাকে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে চলার অনুরোধ জানান৷
সৌদি প্রবাসী একমাত্র ছোট বোন ,জামাই ও ৩ বছর বয়সী ছোট বাচ্চা সহ হোম কোয়ারেন্টাইন এ সকলের জন্য দোয়া চেয়েছেন তিনি ।সবার সুস্বাস্থ্য কামনা করেন, এবং মহান আল্লাহ পাক যেন আমাদের সকলের প্রতি সদয় হউন।
Comments
