

খেটে খাওয়া মানুষের ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : ওবায়দুল কাদের
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২০ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রচ্ছদ

করোনাভাইরাস নামক অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সকল মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব যারা বজায় রাখতে পারবে না, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সেতুমন্ত্রী আরো বলেন, ত্রাণ বিতরণের নামে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না, খেটে খাওয়া মানুষের ত্রাণ ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে।
সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ চলমান প্রয়াস আরো জোরদার করতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ সংকটের সময়েও সুখবর হচ্ছে, দেশের বৃহত্তর প্রকল্প পদ্মা সেতুর ২৮তম স্প্যান আজ বসানো হয়েছে, ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর এখন ৪ দশমিক ২ কিলোমিটার দৃশ্যমান হলো।
Comments
