ঢাকা বিভাগ, প্রচ্ছদ, বিভাগীয় সংবাদ, স্বাস্থ্য
বোর্ডবাজারে করোনা শনাক্তে আইসোলেশনে ২, বাইশ পরিবারের ৯২ জন হোম কোয়ারেন্টাইনে ,বাড়ি লকডাউন!!!


বোর্ডবাজারে করোনা শনাক্তে আইসোলেশনে ২, বাইশ পরিবারের ৯২ জন হোম কোয়ারেন্টাইনে ,বাড়ি লকডাউন!!!
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২০ , ১১:৫৯ অপরাহ্ণ | বিভাগ: ঢাকা বিভাগ,প্রচ্ছদ,বিভাগীয় সংবাদ,স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ৩৫ নং ওয়ার্ডে বটতলা মামুন সাহেবের বাড়ীথেকে স্বাস্থ্যকর্মীরা আজ রবিবার সকাল ৯ টায় ২জন কে আইসোলেশন পাঠানো হয়।
জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক বোর্ড বাজার শাখার কর্মরত এক নারী ও তার বাসার এক কর্মীকে করোনা হিসাবে শনাক্ত করেন। মৃধাবাড়ি হাজী তাজ উদ্দিন স্কুল সংলগ্ন পাঁচতলা বাড়িতে ২২ টি পরিবারের প্রায় ৯২ জন সদস্য কে গতকাল বিকাল ৫ ঘটিকায় গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও গাজীপুর সিটি করপোরেশনের গাছা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল ইসলাম বাড়িটি কে লকডাউন করেন।
এবং লাল ফ্লাক টানিয়ে দেন। আরো জানা যায়, বাড়িতে গাছা থানার কর্মরত এসআই মোঃ মোশারফ হোসেন নিচ তলার ভাড়াটিয়া ও এ এসআই এখলাস উদ্দিন তৃতীয় তলার ভাড়াটিয়া তাদের পরিবার সহ লক ডাউনের আওতায় আনেন।
Comments
