

করোনার সুরক্ষা সামগ্রী নিয়ে প্রশাসনের পাশে আশিকুর রহমান তুহিন
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রচ্ছদ,বিভাগীয় সংবাদ,ময়মনসিংহ বিভাগ,স্বাস্থ্য

টাংগাইল প্রতিনিধি:
করোনায় আক্রান্ত গরীব ও অসহায় মানুষের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরের প্রশাসনিক কর্মকর্তা সহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সুরক্ষায় পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস প্রদান করেন উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক ম্যানেজিং ডাইরেক্টর ট্যাড গ্রুপ, বিজেএম ই এর সাবেক পরিচালক ও আর টি আই এস সি ডাইরেক্টর মো. আশিকুর রহমান তুহিন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর অফিস কক্ষে এবং উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: মো. রোকনুজ্জামান খান এর হাতে জনাব মো. আশিকুর রহমান তুহিনের পক্ষ থেকে উপজেলা আ. লীগ সদস্য মোঃ আতিকুর রহমান নিল্টু এসব সামগ্রী তুলে দেন। প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যেন নিরাপদে দায়িত্ব পালন করতে পারে তার জন্য এসব সামগ্রী প্রদান করেন।
আশিকুর রহমান তুহিন প্রশাসনিক কর্মকর্তা ও থানা পুলিশের সুরক্ষার জন্য ৩৪টি পিপিই, ৭২পিছ হ্যান্ড স্যানিটাইজার ১ বক্স সার্জিক্যাল মাস্ক, ১০০ পিস সাধারণ মাস্ক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৪টি আইসোলেশন পিপিই, ১০টি সাধারণ পিপিই, ৬ জোড়া চশমা, ৯৬ পিস হ্যান্ড স্যানিটাইজার, ৬ বক্স সার্জিক্যাল মাস্ক ও ২০০ জোড়া হ্যান্ড গ্লাভস প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা বলেন, জনাব আশিকুর রহমান আমাকে আশ্বস্ত করেছেন প্রয়োজনে সুরক্ষা সামগ্রী আরো ব্যবস্থা করবেন।এসময় উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এম এফ কবির হোসেন ও সমাজ সেবক আশিকুর রহমান নিশাত।
Comments
