

করোনায় এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর সেবা কার্যক্রম
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৭:১৮ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জীবন ধারা,প্রচ্ছদ

মোবারক হোসেন ভূঁইয়া :: আন্তর্জাতিক সেচ্ছাসেবি সংগঠন এপেক্স ক্লাব অব সন্দ্বীপের উদ্যোগে গত ৫ এপ্রিল, ২০২০ চট্টগ্রামের হালিশহরে ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। “করোনা ভাইরাস” সংকটে খাদ্য ঝুঁকি মোকাবেলায় এ উদ্যোগ গ্রহন করা হয়। এ সুন্দর সেবা মূলক কাজে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা এপেক্সিয়ান ডাঃ জবিউল হোসেন ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সন্দ্বীপের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ নজরুল ইসলাম, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান মোঃ আবদুল কাদের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট তসলিমুল আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ মান্নান নাবিল, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান কামাল উদ্দিন শিপন, ফাউন্ডার এন্ড চাটার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ শাহাদাত হোসেন, ফেলোশিপ ডিরেক্টর এপেক্সিয়ান আনিসুজ্জামান পাটওয়ারী টুটুল ।
ক্লাবের যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এপেক্স ক্লাব অব সন্দ্বীপ ক্লাব নং-১১০, জেলা-০৩, এপেক্স বাংলাদেশ এর প্রেসিডেন্ট-২০২০ এপেক্সিয়ান মোঃ নজরুল ইসলাম ।
Comments
