

ভাঙ্গায় দুই হাজার পরিবারে ত্রাণ দিলেন বিশিষ্ট শিল্পপতি সাখাওয়াত হোসেন জালাল
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৬:২৯ অপরাহ্ণ | বিভাগ: জীবন ধারা,প্রচ্ছদ

আশিষ কুমার রাজ :: ফরিদপুরের ভাঙ্গায় চলমান করোনা পরিস্থিতিতে উপজেলার দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি মো. সাখাওয়াত হোসেন (জালাল রানা)। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা যায়, সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি দেশে দ্রুত ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) জন্য বাংলাদেশে জীবন যাত্রার মান স্থবির হয়ে পড়েছে। করোনা সংক্রমণ রোধে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় বিপাকে পড়ে অসহায় দিন যাপন করছেন ভাঙ্গা উপজেলার মধ্য বিত্ত ও নিন্ম শ্রেণীর লোকজন।
এসব অসহায় পরিবারের দুই হাজার লোকদের জন্য নিজস্ব তহবিল থেকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, এক কেজি তেল বিতরণ করেছেন চুমুরদী ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে মো. সাখাওয়াত হোসেন (জালাল রানা) জানায়, গরীব ও অসহায় লোকজনদেরকে সহযোগীতা করছি। দেশের এ অবস্থায় সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Comments
