

চট্টগ্রাম নগরের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ১০৯১ পরিবারে পঞ্চম কিস্তির ত্রাণ বিতরণ
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২০ , ৮:৫০ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,প্রচ্ছদ,রাজনীতি

চট্টগ্রাম মহানগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের প্রতিটি দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার তুলে দেওয়া আমার নৈতিক দায়িত্ব । মহামারি করোনা ভাইরাস এ আক্রান্ত বাংলাদেশের প্রতিটি দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অংশ হিসেবে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে পঞ্চম কিস্তির ১০৯১ পরিবারের মাঝে বিতরণ কালে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন আহবান জানান । সরকারের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি ।
টাইগার পাশ উচ্চ বিদ্যালয় ও সেগুনবাগান ইসলামিয়া স্কুল ক্যাম্প মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন জেলা ত্রাণ সমন্বয়ক পিডব্লিউডির এক্সিকিউটিভ ইন্জিনিয়ার এস এম তৌহিদুল ইসলাম, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন, ৯, ১০, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ওয়ার্ড সচিব মোঃ ইউসুফ, এসপিজিআরসির চেয়ারম্যান ওয়াজেদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, কেন্দ্রীয় রেল শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ফরহাদ, হাসান মুরাদ চৌধুরী প্রমুখ ।
Comments
