

সাভার হেমায়াতপুর 30টি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন আইন সহায়তা কেন্দ্র (আসক)ফাউন্ডেশন
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২০ , ১০:০৯ অপরাহ্ণ | বিভাগ: ঢাকা বিভাগ,প্রচ্ছদ,স্বাস্থ্য

মোঃ নাজমুল হাসান নাজির ঃ
সাভার উপজেলা হেমায়াতপুর শাখা আইন সহায়তা কেন্দ্র আশক ফাউন্ডেশন উদ্যোগে করোনায় কর্মহীন দরিদ্র ৩০টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ হেমায়াতপুর শাখা এলাকায় কর্মহীন অভুক্ত পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য ও সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ছোলা, আলু, লবন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফখরুল আলম সমর উপদেষ্টা আসক ফাউন্ডেশন ও চেয়ারম্যান তেঁতুলঝোডা ইউনিয়ন পরিষদ সাভার ঢাকা আরো ছিলেন আইন সহায়তা সভাপতি জনাব মো শহিদুল ইসলাম শহিদ।
মো মিজান বেপারি, মো সিদ্দিক বেপারি, মোছা ফেরদৌসী বেগম উপথি ছিলেন।
Comments
