

রানীনগরে দেয়ালের নিচে চাপা পরে শিশুর মৃত্যু
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২০ , ৬:০৫ অপরাহ্ণ | বিভাগ: নারী ও শিশু,রাজশাহী বিভাগ,স্বাস্থ্য

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
নওগাঁর রাণীনগরে দেয়ালের নিচে চাপা পরে কারিমা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হযেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নেরউপরতালিমপুর গ্রামে। শিশু কারিমা বগুড়ার নন্দী গ্রাম উপজেলার নিমাইদীঘি গ্রামের কিবরিয়ার মেয়ে। নিহত কারিমার নানা আনিছার রহমান জানান,গত ৫/৭ দিন আগে জামাইয়ের সাথে পারিবারিক দ্বন্ধের কারনে মেয়ে, নাতনি,জামািই বাড়ি থেকে চলে আসে। রোববার বিকালে বাড়ির প্রাচীরের পার্শ্বে খেলা করার সময় মাটির প্রাচীর(দেয়ার) কারিমার উপর ধ্বসে পড়ে। এত দেয়ালের নিচে চাপা পড়ে কারিমা গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায রোববার সন্ধ্যার পর মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে মুনেছেন বরে জানান রাণীনগর থানার ওসি মোঃ জহুরুল হক।
Comments
