

মন্ত্রীর জন্য দোয়া কামনায় ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২০ , ১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: প্রচ্ছদ,প্রাক্রিতিক দূর্যোগ,শোক

গাজীপুর প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপির জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন নগরের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বাইমাইল কাদের মার্কেট সংলগ্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন শামু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শহিদুল্লাহর সঞ্চলনায় শারীরিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন মসজিদে ইমাম ও খতিবদের সমন্বয়ে দোয়া পরিচালনা করা হয়।
১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাছ উদ্দিন খোকন এর সার্বিক সহযোগিতায় এতে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আক্কাস আলী, সদস্য এ্যাডঃ মোঃ আব্দুর রহমান মাস্টার, মহিলা কাউন্সিলর তাছলিমা নাসরিন,মুক্তিযোদ্ধ আজিবুর রহমান, থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেওয়ান মোঃ বায়েজিদ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন মোল্লা আওয়ামী লীগ নেতা, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান মনির, থানা যুবলীগ নেতা মোঃ বাদশা,থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী শাহাদাৎ, ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সবুজ, ওয়ার্ড যুবলীগ নেতা বাপ্পি শ্রমিকলীগ নেতা মোঃ জাকির হোসেন, মোঃ আনোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা নাজমুল খন্দকার প্রমূখ।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম সহ ১২ নং ওয়ার্ডের নিহত সকলের জন্য দোয়া শেষে তবারক বিতরণের মাধ্যমে শেষ হয়।
Comments
