

কেশবপুরে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন মুক্ত
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২০ , ৮:৩৫ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,খুলনা বিভাগ,দ্বিতীয় পাতা,প্রচ্ছদ,প্রাক্রিতিক দূর্যোগ

যশোর জেলা প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সাড়ে ৬ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিতরণ করা হয়েছে। সাগরদাঁড়ী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আজমল হোসেনের উপস্থিতিতে সাগরদাঁড়ী ইউনিয়নে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সাড়ে ৬ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, ইউপি সদস্য আব্দুস সবুর, কাজী মহব্বত হোসেন, মনোয়ারা বেগম প্রমুখ।
Comments
