

সড়ক-মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ০৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২০ , ৯:৩৭ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,আজকের পত্রিকা,ঢাকা বিভাগ,দ্বিতীয় পাতা,প্রচ্ছদ,সড়ক ও জনপদ

বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার বিশেষ অভিযানে বনমালা রোড, মিল গেইট, স্টেশন রোড থেকে বিভিন্ন গণপরিবহন থেকে অবৈধভাবে অর্থ আদায় করার সময় হাতেনাতে ০৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে জানায়, মিল গেইট এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত রাতের বেলায় যে সকল গাড়ি মহাসড়কের পাশে পার্কিং করে তাদের প্রত্যেকের কাছ থেকে প্রতি রাতের জন্য ১০০ টাকা করে চাঁদা তোলা হয়। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায়কারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments
