

কুড়িগ্রামের ফুলবাড়িতে পাট ক্ষেত থেকে ১ শিশুর মরদেহ উদ্ধার
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ২:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,আজকের পত্রিকা,দ্বিতীয় পাতা,নারী ও শিশু,প্রচ্ছদ,রংপুর বিভাগ,স্বাস্থ্য

আনারুল ইসলাম রানা কুড়িগ্রাম প্রতিনিধি-
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পাট ক্ষেত থেকে সিয়াম (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিয়াম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর টেলিটারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
শনিবার (২০ জুন) দুপুর ২ টার দিকে বাড়ির ৫০ গজ দূরে পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত সিয়ামকে গতকাল খুঁজে না পেয়ে পরিবারের লোকজন মাইকিং করেও তার কোন সন্ধান পাচ্ছিল না। আজ নিহতের চাচাতো দুই ভাই বাড়ির ৫০ গজ দূরে ছাগলকে খাওয়ানোর জন্য পাট ক্ষেত থেকে পাটের পাতা তুলতে গেলে নিহত সিয়ামকে দেখতে পেয়ে চিল্লাতে শুরু করলে স্থানীয় লোকজন চলে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মোঃ নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Comments
