

গোবিন্দগঞ্জে সরকারী আদেশ অমান্য করায় ৩টি ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৬:৫২ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,ব্যবসাবাণিজ্য

আল ইমরান হাসিব,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গোবিন্দগঞ্জে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার জন্য ৩টি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে (মোবাইল ফোন শোরুম, ইলেক্ট্রনিক্স, সাইকেলসহ অন্যান্য প্রোডাক্টের দোকান) মোবাইল কোর্টে সংশ্লিষ্ট আইনে ১২,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করাছেন উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজির হোসেন।
এসময় তিনি আরো বলেন লকডাউন ঘোষিত এলাকায় সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকা মনিটরিং অব্যাহত রয়েছে। মহামারির এই সময়ে ধৈর্য ধারণ করুন এবং আইন মেনে চলুন, নিশ্চয়ই সুদিন আসবে। সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
Comments
