

নাগরপুরে চিকিৎসক-স্বামী স্ত্রী সহ আরো ৩ জনের করোনা শনাক্ত
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৭:৩৯ অপরাহ্ণ | বিভাগ: করোনা আপডেট,প্রচ্ছদ,প্রাক্রিতিক দূর্যোগ

ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের নাগরপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ জন।
রোববার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফলের মধ্যে রোববার সকালে নতুন করে ৩ জনের পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেহেবুবা আক্তার নামে ১ জন নারী চিকিৎসক রয়েছেন।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এছাড়া উপজেলার দুয়াজানীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সদর বাজারের কাকলী স্টোরের পরিচালক নিহির সাহার ছেলে মনা সাহা দোকান পরিচালনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।
তার সংস্পর্শে এসেতার স্ত্রী লাকী সাহা করোনায় আক্রান্ত হন। তারা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Comments
